Adobe illustrator টিউটোরিয়াল পর্ব (৪)


বিসমিল্লাহির রহমানির রাহিম 
সবাইকে জানাই আমার সালাম ও শুবেচ্ছা অনেকদিন পর টিউন লিখতে বসলাম, আজকে আপনাদের কে Adobe Illustrator দিয়ে  ভিজিটিং কার্ড কিভাবে তৈরী করতে হয় তা দেখাব আসাকরি একটু চেস্ট করলে সবাই পারবেন চলুন তাহলে শুরু করা যাক……

প্রথমে আপনার পিসিতে Adobe Illustrator অপেন করুন
এবং File-new তে যান অতঃপর Size- A4 এবং Unit-Inches দিয়ে ok করেন তারপর বামপাশের টুলসবার থেকে Rectangle tool টি সিলেক্ট করে সাদা পেইজের উপর Rectangle Draw অথবা একটা ক্লিক করবেন দেখবেন
Rectangle টাস্কটা সো করবে ওখানে Width 3.25 অথবা 3.5 এবং Higth 2 অথবা 2.25 দিয়ে Ok করুন দেখতে খুব ছোট মনে হচ্ছে এবার ctrl+ দিয়ে zoom করুন

 আবার পূনরায় Rectangle tool টি সিলেক্ট করে আরেকটি Rectangle Draw করব সেটা হল Width 0.6 এবং Higth 2 দিব এবং নতুন Rectangle টি প্রথম Rectangle এর একেবারে বাম পাশে উপর বসিয়ে দিব এবং ডান পাশের Swatches বাক্স থেকে White, Black Redial color টি সিলেক্ট করব

 এর পর বাম পাশের টুলবাক্স Type tools থেকে vertical Type tool টি সিলেক্ট করব এবং ফন্ট সিলেক্ট করে আপনার কাঙ্কিত লেখাটি লিখে ফেলবেন সমস্যা হলে ছবি দেখুন

এর পর জাপসা করে কোন বেকগ্রাউন্ড পিকচার দিতে চাইলে যে কোন ছবি এনে ওটা প্রথমে তৈরী করা Rectangle এর সাইজ করে উটার উপর বসিয়ে দিয়ে ডান পাসের Transparency হতে opacity-10%  করে দিতে হবে
 এবং আবার বেকগ্রাউন্ড কালার কাল দিরে ছোট ছোট দুইটি Rectangle তৈরী করুন সমস্যা হলে ছবি দেখুন

 এর পর বাম পাশের টাইপ টুল সিলেক্ট করে এবং সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে Rectangle দুইটির পাশে Basic info এবং Contact info লিখুন ছবি দেখুন 

এবার নরমাল একটা ফন্ট সিলেক্ট করে সাইজ কমিয়ে আপনার বিস্তারিত লিখুন ..সমস্যা হলে ছবি দেখুন …….

সামান্য কিছু পরিবর্তন করে আরো কয়েকটি ফরমেট দিলাম 




এইগুলো শুধুমাত্র কিছু ফরমেট দিলাম আপনারা এই অনুযায়ী বিজনেস কার্ড অথবা কোন কোম্পানির কার্ড বানাতে পারবেন ......আপনারা নিজেরাই একটু চেস্টা করলে আসা করি পেরে যাবেন.....


 আর যদি আপনি Adobe illustrator না পারেন তাহলে কি করবেন হতাশ হওয়ার কোন কারণ নাই এই অ্যাড্রেসে যান এবং ইচ্ছামত বিজনেস কার্ড, বিজিটিং কার্ড বানিয়ে নিন.......
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ…….

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post