Ms word টিউটোরিয়াল পর্ব (১৩)

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি টিউন আজ আপনাদের জন্য আরেকটি মজার টিউন নিয়ে এসেছি সেটা হল এম এস  ওয়ার্ড এর সর্টকার্ট কমান্ড গুলো নিজে নিজে তৈরি করা তাহলে আর দেরি না করে দেখে ফেলুন কিভাবে এম এস  ওয়ার্ড সর্টকার্ট বানাতে হয়......নিন্মের পদক্ষেপ অনুসরণ করুন...
প্রথমে এম এস ওয়ার্ড অন করে Tools - Customize -keyboard  থেকে যে ফাইলটি সর্টকার্ট বানাবেন সে ফাইলটি দেখিয়ে দিতে হবে ধরি Categories -file এবং Commands -File Save সিলেক্ট করে press new shortcut key এর নিচের বাক্সে কার্সর রেখে আপনার পছন্দনিয় সর্টকার্টটি দিয়ে Assign করে Close করে দিন এবার দেখুন আপনার কাঙ্কিত সর্টকার্টটি কাজ করে কীনা?........



Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post