মজিলা ফায়ারফক্সের সমস্যা সমাধান পর্ব(২)

বিসমিল্লাহির রহমানির রাহিম
আজকে আপনাদের জন্য মজিলা ফায়ার ফক্সের সমস্যা সমাধানের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি যদি আপনাদের কাজে লাগে তাহলে মনে করব আমার লেখা সার্থক হয়েছে চলুন তাহলে শুরু করা যাক …..

সমস্যা ও সমাধান নং-২

  আমরা অনেকেরই নেট ইউস করার কারণে আমাদের পিসির সমস্যা হয়ে থাকে আমাদের নেট ইউজাররা বেশির ভাগই মজিলা ফায়ার ফক্স ব্রাউজার হিসেবে ইউস করে সমস্যা গুলো হয় বিভিন্ন সাইটে ডুকার কারণে কিছু কিছু স্ক্রিপট পিসি এবং ব্রাউজারকে আস্তে আস্তে ডাউন করে ব্রাউজার ও পিসির বিভিন্ন দুর্বল ফাইল গুলোর ক্ষতি সাধন করে যার ফলে আমাদের পিসি হ্যাং হয়ে যায় ব্রাউজার টিক মত কাজ করে না ব্রাউজার নতুন টেব খোলা যায় না এই ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যা যা করণীয় তা নিন্মে আলোকপাত করছি আসা করি কাজে লাগবে….

 সবার প্রথমে যেটা করবেন সেটা হল মজিলা ফায়ার ফক্সে ডুকে Tools-Web Developer-Error consol ডুকে  Error গুলো Clear করে ফেলতে হবে নিচের ছবি দেখুন…


  অতঃপর



আর নিচের ছবির মত Tools-options-security তে গিয়ে সব গুলো অবসনে ঠিক চিহৃ দিয়ে দিলে ইন্টারনেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে…..




আজ এইটুকুতে থাক পরের পর্বে আবার আসছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন  এই কামনায় শেষ করছি .......ধন্যবাদ...................

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post