মজিলা ফায়ারফক্সের সমস্যা সমাধান পর্ব(১)

সবাই কেমন আছেন ভালতো?মনে হয় ভাল আছেন আজকে আপনাদের জন্য একটি টিউন নিয়ে এসেছি সেটা হল মজিলা ফায়ার ফক্স এ বিভিন্ন সমস্যা ও সমাধান পর্ব নিয়ে যদি কাজে লেগে যায় তাহলে আমার টিউনের মন্তব্য করতে ভুলবেন না…চলুন তাহলে শুরু করা যাক….

****সমস্যাসমাধান নং-১

অনেক সময় আমরা মজিলা অন করা পর দেখি কোথাও ক্লিক করা যাচ্ছে না তথা মাউস বসানো যায় না ফলে এই অবস্থায় অনেকেই ফায়ার ফক্স রিমুভ করে পূনরায় ইনস্টল করি আসলে এটার দরকার পড়ে না প্রবলেমটা আসলে দেখা দেয় আমাদের yahoo toolbar ও অন্যান্য টুলবার ইনস্টলের কারণে সুতারাং এ ধরণের
প্রবলেম দেখা দিলে আমরা প্রথমে yahoo toolbar টি আনসিলেক্ট করে দিব নিচের ছবির মত


এই বার গুলোর মত yahoo এর পাশে টিকচিহৃ তুলে দিতে হবে নিচের ছবিতে yahoo দেয়া নাই অর্থাৎ yahoo দেয়া থাকলে আনসিলেকট করে দিব তাতেও যদি কাজ না হয় তাহলে add-ons গুলো disable করে দিবেন তাহলে আপনার ব্রাউজার আগের মত কাজ করছে কোন সমস্যা করছেনা

আবার অনেক সময় ইন্টারনেটের অনেক সাইটে টিউন পোস্ট ও মন্তব্য করতে সমস্যা হয় যেমন মন্তব্য/পোস্ট লিখে প্রকাশ করলে হয়না এই ধরনের সবগুলো সমস্যা add-ons এবং নতুন নতুন toolbar ইনস্টল করার কারণে হয়ে থাকে add-ons গুলো নিচের ছবির অনুসরণ করে ডিজএবল করে দিবেন




অতঃপর




এই সমস্যা গুলো আমি ফেইস করেছি তাই আপনাদের যাতে এই সমস্যাই ভুগতে না হয় তাই আগে ভাগে সমাধান দিয়ে দিলাম ।

পরের পর্বে অন্য সমস্যা ও সমাধান নিয়ে আসছি ঐ পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ..................

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post