বিসমিল্লাহির রহমানির রাহিম সবাই আসা করি অনেক ভাল আছেন কারণ রমজান মাস কারণ রমজান মাসে আছে মহান আল্লাহর পক্ষ হতে তিনটি স্পেসাল জিনিস সেগুলো হল রহমত মাগফেরাত ও নাজাত, আর সবাই মহান আল্লাহকে সবসময় করবেন কারণ তিনি আমাদের সৃষ্টি না করলে আমরা এই পৃথিবী দেখতাম না আর আমাদের সারা শরীরে প্রত্যেকটা অঙ্গই তার নিয়ামত সুতারাং আমাদের প্রত্যেকের অবশ্যই আল্লাহকে বেশি বেশি স্বরণ করা দরকার অনেক কথা বলে ফেলেছি ভূল হলে ক্ষমা চোখে দেখবেন চলুন আজকের টিউন শুরু করা যাক আজকে আপনাদের দেখাব জাভা স্ত্রিপট দিয়ে Fade in content viewer কিভাবে তৈরী করতে হয় ....
আমরা আগে একটি রুট ফোল্ডার তৈরী করে নিব অথবা যে কোন জায়গায় একটি ফোল্ডার খুলব এবং ড্রিমওয়েভার অপেন করে সেই ফোল্ডারটি দেখিয়ে দেব আমি একটি সোর্স ফোল্ডার দিচ্ছি সেটি ডাউনলোড করে নিন এবং ঐ সোর্স ফোল্ডারটি আনজিপ করে সোর্স ফোল্ডারের সব ফাইল কপি করে রুট ফোল্ডারে পেস্ট করুন এবার ড্রিমওয়েবার অন করে প্রথমে Html ফাইল নিয়ে ঐ রুট ফোল্ডারে সেভ করে নিন index নামে তারপর এটিকে মিনি মাইজ করে রুট ফোল্ডারে head script নামের ফাইলটি অপেন করে সব গুলো কোড সিলেক্ট করে ড্রিমওয়েবারে Code গিয়ে দুই হেডের মাঝখানে পেস্ট করুন
তারপর রুট ফোল্ডারে গিয়ে index নামের ফাইলটি অপেন করে প্রজেক্টি কেমন হয়েছে দেখে নিন
অতঃপর আবার রুট ফোল্ডারে ফিরে গিয়ে body script নামের ফাইলটি অপেন করে সবগুলো সিলেক্ট করে ড্রিমওয়েবার এ গিয়ে দুই body এর মাঝখানে পেস্ট করে দিব তারপর আবার file-save এ ক্লিক করুন এবং ড্রিমওয়েবার ক্লোজ করে দিন
তারপর রুট ফোল্ডারে গিয়ে index নামের ফাইলটি অপেন করে প্রজেক্টি কেমন হয়েছে দেখে নিন
এটি সম্বন্ধে আরো কিছু কথা
*এই প্রজেক্টে দেখানো page1 page2 page3 ইত্যাদির লেখা গুলো ইডিট করতে পারবেন এই গুলো ডিলেট করে আমাদের ইচ্ছামত লিখা লিখতে পারবেন আমি চিত্রে দেখিয়েছি ।
*রুট ফোল্ডারের ইমেইজটি ডিলেট করে আমাদের ইচ্ছামত ইমেইজ দিতে পারব কিন্তু ড্রিমওয়েবারে ঐ ইমেইজটির নাম উল্লেখ করে দিতে হবে ।
আজকে এই পর্যন্ত থাক পরে অন্য টিউন নিয়ে আবার ফিরে আসছি .....আল্লাহ হাফেজ........
আজকে এই পর্যন্ত থাক পরে অন্য টিউন নিয়ে আবার ফিরে আসছি .....আল্লাহ হাফেজ........