সবাইকে জানায় ঈদের অগ্রিম শুবেচ্ছা অভিনন্দন সবাই ঈদে আনন্দে অনেক মজা করছেন নিশ্চয় হাঁ এতবড় একটা ঈদ অবশ্যই মজা করবেন কেননা এই ঈদ বছরে মাত্র একবার আসে আর এই ঈদের সব চেয়ে অশ্চর্যের জিনিস হল ঈদের দিন সবাই হিংসা বিদ্ধেষ ভুলে একে অপরের আনন্দ ভাগা ভাগি করে নেই So সবার উদ্দেশে বলছি আপনার ঈদ সুন্দর ও সুখময় হোক এই কামনায় শুরু করছি আজকের টিউন আজকের টিউনে আপনাদের দেখাব কিভাবে জাভা স্ত্রিপটের সাহায্যে Expand image viewer তৈরী করতে হয়
প্রথমে আমার দেয়া Expando image script নামের সোর্স ফাইলটি ডাউনলোড করে নিন
তারপর এটি আন জিপ করে নিন তারপর একটি রুট ফোল্ডার তৈরী করে নিন তারপর যেই ইমেজগুলো Expand image viewer এ ব্যবহার করবেন সেই ইমেইজ গুলো(যে কোন ইমেইজ আপনার ইচ্ছে মত) আপনার তৈরী করা রুট ফোল্ডারে এনে রেখে দিন তারপর সোর্স ফোল্ডার অন করে Expando নামের ফাইলটি কপি করে রুট ফোল্ডারে পেস্ট করুন তারপর New text Document অন করে একেবারে উপর থেকে </Script> পর্যন্ত কপি করে ড্রিমওয়েবার অন করে html এর একটি নতুন ফাইল নিয়ে এটিকে index অথবা যেকোন নামে সেভ করে তারপর Code সেকশনে গিয়ে দুই হেডের মাঝে পেস্ট করুন এর পর আবার সোর্স ফোল্ডার অন করে দুই <body> সেকশনের মাঝের কোড গুলো কপি করে ড্রিমওয়েবারে Design Mode গিয়ে একটি লেয়ার তৈরী করে
ঐ লেয়ার এ মাউস পয়েন্টার রেখে তার পর Code গিয়ে মাউস দিয়ে কোথাও ক্লিক না করে শুরু মাত্র কিবোর্ড থেকে Ctrl+V চাপব
আর ইমেজের নাম সমূহ রুট ফোল্ডার অনুযায়ী ঠিকভাবে দিতে হবে
তারপর আর File-Save এ ক্লিক করে ড্রিমওয়েবার Close করে রুট ফোল্ডার অন করে index নামের ফাইলটি অন করে দেখুন আপনার Expand image viewer তৈরী হয়ে গেছে ...
আজ এই পর্যন্ত থাক পরে অন্য টিউন নিয়ে আবার আসছি ...সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় রইল ...আল্লাহ হাফেজ .............