Visual Basicদিয়ে তৈরী করুন ওয়েভ ব্রাউজার ....


বিসমিল্লাহির রহমানির রাহিম সবাইকে জানায় আমার প্রাণঢালা শুবেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নতুন টিউন নিয়ে হাজির হয়েছি যা হল ভিজুয়্যাল বেসিক দিয়ে কিভাবে ওয়েভ ব্রাউজার তৈরী করবেন আসলে ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে তাই না তৈরী করার পর আসল মজা পেয়ে যাবেন তার জন্য একটু কস্ট করতে হবে আমার দেখনো পদ্ধতি ভাল করে খেয়াল করে সে অনুযায়ী কাজ করলে   আসা করি সফলভাবে কাজ টি করতে পারবেন চলুন তাহলে শুরু করি ……

প্রথমে Visual Basic 2008 Express Edition সফটওয়ারটি অন করুন আর যদি না থাকে তাহলে এই লিংকে যান ডাউনলোড করে নিন….. তার পর File-New Project এ ক্লিক করে 

 


From1 নামের একটি পেইজ আসবে তারপর বামপাশের টুলবক্স হতে Button এ ক্লিক করে চেপে ধরে পর পর পাচঁটি বাটন বসাতে হবে 

এবং প্রত্যেকটি বাটনের নাম দিব, প্রত্যেক বাটনের উপর ক্লিক করে নাম গুলো লিখব যেমন Home, Go!, Forward, Stop, Back এই ভাবে এবং  তারপর বাম পাশের টুলবাক্স থেকে Textbox এ ক্লিক করে পেইজে বসাব এর পর আবার টুলবাক্স থেকে WebBrowser এ ক্লিক করে পেইজে বসাব এবং এটি বড় করে দিব এই বার সব গুলো বাটন সুন্দর ভাবে বসান সমস্যা হলে ছবি দেখুন…
 
  
বাম পাশের টুল বাক্স থেকে MenuSript এ ক্লিক করে পেইজের বামপাশে উপরে কোনায় বসাব এর পর File লিখব এর সাবমেনু Exit লিখব

   

এর পর Home, Go!, Forward, Stop, Back এই গুলো সাজিয়ে নিব



এর পর Go বাটনের উপর ডাবল ক্লিক করে এই কোডটি লিখতে হবে   

WebBrowser1.Navigate(TextBox1.Text)


এর পর একিভাবে Home বাটনের উপর ডাবল ক্লিক করে নিচের কোডটি লিখতে হবে

WebBrowser1.GoHome()


এর পর Stop বাটনের উপর ডাবল ক্লিক করে এই কোডটি লিখতে হবে 
 
WebBrowser1.Stop()

এর পর Forward বাটনের উপর ডাবল ক্লিক করে এই কোডটি লিখতে হবে
   
WebBrowser1.GoForward()

এর পর Back বাটনের উপর ডাবল ক্লিক করে এই কোডটি লিখতে হবে
  
WebBrowser1.GoBack()


এর পর File বাটনের Exit উপর ডাবল ক্লিক করে এবং  End লিখতে হবে



এর পর সাদা পেইজটি Webbrowser হিসেবে নিয়েছি এটাতে ক্লিক করে ডানপাশের Properties বাক্সে Url এর পাশে http://google.com/ দিয়ে দিব
 

এর পর উপরে Start Debugging এ ক্লিক করে প্রোগ্রামটি কেমন হয়েছে দেখে নিব…এর পর Build - Publish Web Browser এ ক্লিক করে প্রোগ্রামটি পাবলিশ করতে পারব…………….

 

 তৈরী হয়ে গেল আপনার  ওয়েভ ব্রাউজার এবার মজা নিন মাজা........
 

আজ এইটুকুতে থাক পরে অন্য টিউন নিয়ে আবার আসছি…সবাই সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ……..

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post