Ms word টিউটোরিয়াল পর্ব (২)

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি Ms word এর আরেকটি  পর্ব  সেটা হল কিভাবে আপনি Ms word দিয়ে আপনি আপনার ছবিকে ফ্রেমের মধ্যে ডুকান...তাহলে দেখুন কিভাবে করতে হয়  আপনি প্রথমে Ms word অপেন করে  Insert - picture -Auto shape এ ক্লিক করে একটি অটো ‍সেপ এ ক্লিক করুন তার পর কি বোর্ড থেকে ctrl+z  চেপে অটো সেপটি আকুন (অথবা এই সমস্য মুক্তি পেতে আগে থেকেই একটি কাজ করে রাখুন সেটি হল Tools-Options- General- Automatically create drawing canvas  when inserting Auto Shapes এটার টিক চিহৃ তুলে দিন  তার পর Ok করুন)  এটার উপর মাউসের ডান বাটন ক্লিক করে Format Auto shape -Color and lines- color  এর পাশের বাক্সে ক্লিক করে Fill Effects -picture -select picture কাঙ্খিত  ছবিটি দিয়ে OK করে আবার OK করে বেরিয়ে আসুন দেখুন আপনার ছবিটি ফ্রেমের মধ্যে প্রবেশ করেছে নিচের চিত্রে দেখুন...........



চিত্র:-১




চিত্র:-২

সেপ আকার পূর্বে নিচের কাজটি করে নিন আমি আগে একবার বলেছি Tools-Options- General- Automatically create drawing canvas  when inserting Auto Shapes এটার টিক চিহৃ তুলে দিন  তার পর OK করুন সমস্যা হলে নিচের চিত্র দেখুন..

চিত্র-৩
আজ এইটুকুতে শেষ করছি ...ধন্যবাদ...

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post