Ms word টিউটোরিয়ার পর্ব(১০)

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি এম এস ওয়ার্ডের আরেকটি টিউন ..টিউনটি হচ্ছে ডুকুমেন্টের লেখা প্রটেকট করা সম্বন্ধে .........নিন্মে দেখুন কিভাবে ডুকুমেন্ট প্রটেকট করতে হয় ...............

আপনি যে ডুকুমেন্টটি প্রটেকট বা কারো হাত থেকে রক্ষা করবেন অর্থাৎ আপনার ডুকুমেন্টে কেউ ডুকে কিছু লিখতে পারবেনা এই কাজটা করতে হলে প্রথমে Tools - Protect document -Forms এ ক্লিক করে আপনার কাঙ্খিত পাসওয়ার্ডটি দিয়ে Ok করার পর দেখবেন আপনার ডুকুমেন্টে নতুন করে কিছু লেখা যাচ্ছে না আর যদি নতুন কিছু লিখতে চান তাহলে আপনাকে Unprotect document এ ক্লিক করে পাসওয়ার্ডাটি দিতে হবে তারপর পূনরায় লিখতে পারবেন ..আপনি প্রটেক করে ডুকুমেন্টটি সেভ না করেন তাহলে পরবর্তীতে এটাতে আবার লিখতে পারবেন আর যদি প্রটেকট করে সেভ করেন তাহলে Unprotect করা ছাড়া আর কিছু লিখতে পারবেন না............




Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post