Ms word টিউটোরিয়াল পর্ব (৩)

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এম এস ওয়ার্ডের আরেকটি টিউন ...হয়ত আপনাদের কাজে লাগবে....দেখে নিন.....এই টিউনটি হল Ms Word এ কিভাবে আপনি Change Case এর কাজ করবেন অর্থাৎ এর মানে হল আপনার একটি ডুকুমেন্টের সব লেখা ছোট হাতের আছে সেগুলোকে বড় হাতের করবেন অথবা আপনার কোন সেনটেন্স এর প্রথম অক্ষর বড় হাতের করবেন সে ক্ষেত্রে Change Case  টি ব্যবহার করা হয় তাহলে কিভাবে করবেন...আপনি প্রথমে আপনার ডুকুমেন্টে যেই লেখাটি ছোট ছিল তা বড় হাতের করবেন তা প্রথমে 

সিলেক্ট করতে হবে অতঃপর Format - Change Case -UPPERCASE এ ক্লিক করলে দেখবেন আপনার সব লেখা বড় হাতের হয়ে গেছে আবার যদি ‍Sentence case এ ক্লিক করেন তাহলে আপনার সেনটেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে আবার যদি  Title Case হয় তাহলে প্রতিটি শব্দের  প্রথম অক্ষরটা ছোট হাতের তাই শব্দের প্রথম অক্ষর বড় হাতের করার জন্য উপরের ছবির মত Title Case সিলেক্ট করে OK  করুন আবার একিভাবে  lower case এ ক্লিক করেন তাহলে আপনার সেনটেন্সের সব গুলো শব্দ ছোট হাতের হবে ....এভাবে আপনার সেনটেন্সকে আপনি ছোট হাতের , বড় হতের  ইত্যাদি রকমে পরিবর্তন করতে পারবেন...

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post