Html টিউটোরিয়াল পর্ব (৭)

comp3বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত  পাঠকভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালই আছি আমি টিউন লিখতে বসতে সময় পাই না তাই টিউন গুলো শেষ করতে দেরি হচ্ছে তাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের জন্য একটি টিউন নিয়ে হাজির হয়েছি সেটা হল এইচটিএমএল টিউটোরিয়ালের আরেকটি পর্ব আজকে টিউনে দেখাব কিভাবে আপনারা এইচটিএমএল ভিডিউ ফাইল যুক্ত করবেন আশা করি টিউনটি একবার পড়লে যে কেউ এটি করতে পারবে চলুন তাহলে শুরু করা যাক

 ১.Html এ ভিডিও ফাইল এড করার নিয়ম:

 এটা করার জন্য আপনার কিছুই থাকা লাগবে না শুধুমাত্র নোডপেড দিয়ে কাজ শেষ আপনি আপনার পিসি এর Start menu- All program- Notepad খুলে নিচের কোডটি বসিয়ে নিবেন অতঃপর এটাকে vedio.html নামে সেভ করবেন, এর আগে আপনারা একটা কাজ করে নিবেন  সেটা হল ফায়ারফক্স এর Tools-  Add-ons অথবা কিবোর্ড হতে ctrl+ Shift+A চাপবেন তারপর plugins এ ক্লিক করে উপরে Search box এ  Microsoft Windows Media Player Firefox Plugin এটি লিখে খুজে বের করে Install করে নিবেন ,নিচের কোডটি আমি দিয়ে দিচ্ছি সেটি জাস্ট কপি পেস্ট মারবেন এবং vedio.html নামে সেভ করবেন, আর তেমন কোন কাজ নেই শুধুমাত্র src="video.wmv" এই লেখাটির মধ্যে শুধুমাত্র video লেখাটি পরিবর্তন করে আপনার ভিডিওটির নাম দিয়ে দিবেন আর অবশ্যই আপনার ভিডিওটি ঐ ফোল্ডারে রাখবেন যেখানে আপনার এইচিএমএল ফাইলটি আছে, আর দুই টাইটেলে এর মাঝে আপনার যা ইচ্ছা লিখতে পারবেন ....

<html>
<head>
<title>Video</title>
</head>
<body >
<p>
<center>
<embed src="video.wmv" width="344" height="300"
autostart="false" controller="true" loop="false" >
</embed>
</center>
</p>
</body>
</html>


২.Html এ ফ্লাস ভিডিও ফাইল এড করার নিয়ম

একিভাবে ফ্লাস ভিডিও ফাইল এড করবেন নিচের কোডটি কপি করে আপনার পিসির নোট পেড বা নোটপেড++ খোলে উখানে পেস্ট করে  flash video.html নামে সেভ করবেন

<!DOCTYPE html>
<html>
<body>
<video width="320" height="240" controls autoplay>
<source src="movie.ogg" type="video/ogg">
<source src="movie.mp4" type="video/mp4">
<source src="movie.webm" type="video/webm">
<object data="movie.mp4" width="320" height="240">
<embed width="320" height="240" src="movie.swf">
</object>
</video>
</body>
</html>

আর যদি করতে সমস্যা হয় তাহলে এই ফাইলটি ডাউনলোড করে দেখুন ।

৩.Html অডিও ফাইল এড করার নিয়ম:

এটিও আগের মত আপনার পিসির নোটপেড খুলে নোড পেডে কোডটি পেস্ট করে Audio.html নামে সেভ করবেন আর অবশ্যই এইচটিএমএল ফাইল এবং অডিও ফাইলটি একটি ফোল্ডারে রাখবেন

<html>
<head>
<title>Song</title>
</head>
<body>
<p>
<center>
<embed src="audio.mp3" height="35" width="300"
controller="true" loop="false" autostart="false">
</embed>
<h3 style="color:#F00">Click here</h3>
</center>
</p>
</body>
</html>

আজকে এই পর্যন্তই ... সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজ....ধন্যবাদ....

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post