Photoshop টিউটোরিয়াল পর্ব (১)

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ  সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন আমি ও আল্লাহর রহমতে খুবই ভাল আছি , আজকে আপনাদের জন্য Photoshop এর একটি মজার টিউন নিয়ে এসেছি যা আপনাদের হয়তবা ভাল লাগতে পারে ...আরেকটা কথা সামনে Photoshop এর আরো কিছু টিউন করব যদি আপনাদের সাড়া পায় নাইলে লিখা বন্ধ করে দিব তার মানে কমেন্ট না পেলে লিখা বন্ধ করে দিব এত কষ্ট করে আপনাদের জন্য লিখি আর আপনারা যদি না পড়েন তাহলে লিখেই বা লাভ কি??প্লিজ লেখাটা পড়ে কমেন্ট করবেন  ................টিউনটি আপনাদের জন্য পেশ করলাম.....মনযোগ দিয়ে করলে আসা করি পেরে যাবেন......দেখুন তাহলে ..



প্রথমে Adobe Photoshop অপেন file-open এ গিয়ে একটি ছবি নিন তারপর পাশের বাক্স তথা tools box থেকে pen tool টি নিন এবং উপরের বার থেকে path সিলেক্ট করুন (সমস্যা হলে ছবি দেখুন) তার পর ছবিটি কেটে ফেলুন (ছবি দেখুন) এবার ছবিটি যেখান থেকে কাটা শুরু করছেন সেখানে এসে জোড়া দিয়ে দিন এবার কাটা ছবিটির উপর মাউসের ডান বাটন কিল্ক করে Make selection করে OK করুন তার আরেকটি ছবি আনুন তারপর পাশের বাক্স তথা tools box থেকে move tool ক্লিক করে কাটা ছবিটি চেপে ধরে নতুন ছবিটির উপর নিয়ে যান অতঃপর কিবোর্ড এ ctrl+t চেপে ছবিটি বড় করুন অতঃপর move tool ক্লিক করে Apply দিন অতঃপর tools box থেকে Elliptical Marque tool সিলেক্ট করুন অতঃপর Menu bar এর নিচে Feather 0 px থাকলে 30 px করে দিন এর পর যেখানে জাপসা করবেন সেখানে আঁকুন অতঃপর keyboard থেকে Delete চাপুন কাজ শেষ দেখুন আপনার ছবিটি এখন সুন্দর ইফেক্ট এ পরিণত হয়েছে.....সমস্য হলে নিচের ছবি দেখুন...............





Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post