Autorun.inf virus টি disable করে রাখুন.........

বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করছি আরেকটি টিউন  সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজার টিউন ....সেটি হচ্ছে আপনার কম্পিউটারে যদি Autorun.inf ভাইরাসটি থাকে তাহলে তাকে disable করে রাখতে পারবেন কিভাবে করবেন নিচে দেখুন.........


প্রথমে ‍Run এ গিয়ে gpedit.msc লিখে ok  করে অতঃপর Administrative Template - System- Turn off Auto play তে ক্লিক করে   Enable করে  Ok করে বেরিয়ে আসুন .... এবার আপনার কম্পিউটারে যদি ও Autorun.inf ভাইরাসটি থাকে তাহলে এ ভাইরাসটি  ভাইরাস হিসেবে কাজ করতে পারবেনা  এতে আরেকটি সুবিধা আছে সেটি হল আপনার কম্পিউটারে যদি কোন সময় পেনড্রাইভ অথবা সিডি ডুকান তাহলে অটোমেটি অপেন হবেনা যার ফলে পেনড্রাইভ অথবা সিডির ডাইরেকলি  ভাইরাস ইফেক্ট   হতে মুক্ত থাকতে পারবেন......

Safiul Hasan Rejvi

আমি একজন সাধারণ মানুষ ...সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সব সময়........

Post a Comment

Previous Post Next Post